বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবের বহিষ্কারের দাবিতে মানববন্ধন
- খুলনা প্রতিনিধি
- প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৮:২০ PM , আপডেট: ০৬ মার্চ ২০২৫, ০৮:২৫ PM

খুলনা নগরীতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগ এনে খুলনা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ও সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক জহুরুল তানভীরের বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে মহানগর কমিটির একাংশ।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) খুলনা নগরীর শিববাড়ি মোড়ে বিকাল সাড়ে ৩টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে যুগ্ম সদস্য সচিব রাকিব হাসান সুজন বলেন, ‘জহুরুল তানভীর নড়াইলের একটি ইট ভাটা থেকে ১৭ লাখ টাকা নিয়েছে, সুজুকির শোরুম থেকে গাড়ি নিয়েছে, নৌপরিবহনে কাগজপত্র চেক করেছে; আপনারা তদন্ত করলে সব জানতে পারবেন। আমরা দ্রুত তার বহিষ্কার চাই, তার চাঁদাবাজির দায়ভার আমরা নিবো না।’
মানববন্ধনে বক্তারা আরও বলেন, কেউ সরকারি দপ্তরে তদবির করতে পারবে না, কেউ থানায় গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছাড়াতে তদবির করতে পারবে না, কোনো বৈষম্যমূলক কাজকর্মে যুক্ত থাকা যাবেনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক সংগঠন।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সদস্য সচিব রাকিব হাসান সুজন, যুগ্ম সদস্য সচিব সৈয়দ আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক মো. আশিকুর রহমান সহ অনেকে।
এ বিষয়ে জানতে চাইলে খুলনা মহানগরের সদস্য সচিব জহুরুল তানভীর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এসব চাঁদাবাজির অভিযোগ বানোয়াট। আমি সহ আমার গ্রুপ কোথাও এক টাকার চাঁদাবাজিতে জড়িত নই। তারা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, মানববন্ধনে অংশগ্রহণ করা গ্রুপ বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজি করছে। আমরা সেটা করতে না করেছি দেখে আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এদের বিরুদ্ধে আজকের মধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বহিষ্কার করা হবে, রাতে আমরা সংবাদ সম্মেলন করবো।’