জাতীয় নাগরিক পার্টি নিয়ে বিএনপি-জামায়াতের প্রতিক্রিয়া

আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতারা
আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতারা  © সংগৃহীত

তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ ঘটেছে গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতা নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল দলটি।

তবে ‘ছাত্রদের দল’ গঠন নিয়ে বিএনপি বেশ কিছুদিন ধরেই সন্দেহ-সংশয় প্রকাশ করলেও আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসে সাংবাদিকদের কাছে নতুন দলটির সাফল্য কামনা করার কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘একজন সাবেক ছাত্রনেতা হিসেবে আমি গৌরববোধ করছি। ছাত্ররা একটি জাতীয় পর্যায়ের সংগঠন করছে।’ এ ছাড়া তরুণদের ভাষা ও বোঝাপড়াকে ব্যতিক্রম বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী।

এদিকে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দলটির সঙ্গে যেকোনো বিষয়ে আলাপ-আলোচনার সুযোগ খোলা থাকবে বলে আশা করি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করছে নতুন এই দল। তাদের আমন্ত্রণে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা।

সম্প্রতি বিভিন্ন দলের সঙ্গে আলাপ-আলোচনা করছে জামায়াতে ইসলামী। নতুন দলের সঙ্গেও তারা আলাপ করবে কি না বা কোনো ধরনের জোটে যাবে কি না।

এ বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আলাপ-আলোচনার পথ সব সময়ই খোলা থাকে। নতুন দলের ক্ষেত্রেও সেই সম্ভাবনা থাকবে।’

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন দলের নাম ঘোষণা করেন শহীদ মো. ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার। তিনি বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার নেতৃত্বে রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ ঘোষণা করছি।’

আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির নেতারা বক্তব্য দেন। সবার বক্তব্যে নতুন দেশ গড়ার এবং রাজনীতিকে মানুষের হাতে ছেড়ে দেওয়া বা কোনো ব্যক্তি বা পরিবারের জন্য নয়, শুধু মানুষের জন্য রাজনীতি করার প্রতিজ্ঞা করেন।

এ সময় সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।


সর্বশেষ সংবাদ