যে হাত কলম ধরে, সে হাতে স্পর্শ না লাগুক অস্ত্রের: মিজানুর রহমান আজহারী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৭ PM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫২ PM

কিছুদিন ধরে ফের বিভিন্ন ক্যাম্পাসে শুরু হয়েছে অস্ত্রের ঝনঝনানি, মারামারি ও অরাজকতা। যার ফলে বিঘ্ন হচ্ছে শিক্ষার পরিবেশ। শিক্ষাঙ্গণ ও ছাত্ররাজনীতি নিয়ে এবার সরব হয়েছেন ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।
আজহারী বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এক ছাত্র অন্য ছাত্রকে টর্চার করার, গায়ে হাত তোলার সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে।’ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি।
আরো পড়ুন: কুয়েটের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের সশস্ত্র হামলা: অভিযোগ বৈষম্যবিরোধী ও শিবিরের
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ছাত্ররাজনীতির নামে শিক্ষাঙ্গণ থেকে বিলোপ সাধন হোক সকল অরাজকতা। যে হাত কলম ধরে, সে হাতে স্পর্শ না লাগুক অস্ত্রের।’