নারায়ণগঞ্জে প্রকাশ্যে ফাঁকা গুলিবর্ষণ, ভিডিও ভাইরাল

রূপগঞ্জে জমি নিয়ে বিরোধে গুলিবর্ষণ
রূপগঞ্জে জমি নিয়ে বিরোধে গুলিবর্ষণ  © ভিডিও থেকে সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও বুধবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। ২ মিনিট ৫ সেকেন্ডের ওই ভিডিওতে এক ব্যক্তিকে পিস্তল বের করে একটি ফাঁকা গুলি ছুড়তে দেখা যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি সরে পড়েন। 

জানা গেছে, কুমিল্লার বাসিন্দা হারুন-অর-রশিদ নামে এক ব্যক্তি বাড়ি নির্মাণ করে রূপগঞ্জ ইউনিয়নের বাগেরআগা গ্রামে সপরিবারে বসবাস করেন। এরই মধ্যে তিনি টেকনোয়াদ্দা এলাকায় কিছু জমি ক্রয় করেন। একই দাগে জমি ক্রয় করেন শামিম মিয়া নামে আরেক ব্যক্তি।

আরো পড়ুন: কুয়েটে সংঘর্ষ: অস্ত্রধারীরা প্রকাশ্যে, মারধরের শিকার দুই কিশোর প্রিজন সেলে 

বিষয়টি যাচাইয়ে বুধবার (১৯ ফেব্রুয়ারি) টেকনোয়াদ্দা মৌজার জমির জরিপকাজে সংশ্লিষ্ট কর্মকর্তারা এলাকায় আসেন। খবর পেয়ে উভয়ে টেকনোয়াদ্দায় আসেন। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে শামিম মিয়ার লোকজন হারুন-অর-রশিদের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হারুন মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা করেন। এ সময় দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। হারুন-অর-রশিদ পিস্তল বের করে একটি ফাঁকা ছোড়েন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি চলে যান।

খবর পেয়ে রূপগঞ্জ থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সোহেল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ গিয়ে একজনকে আটক করেছে। তবে অস্ত্রধারীকে পাওয়া যায়নি। লোকমুখে আমরা শুনেছি তিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence