মৃত্যুর গুজব, ট্রাইব্যুনালে হাজির আইনজীবী জেড আই খান পান্না

ট্রাইব্যুনালে আইনজীবী জেড আই খান পান্না
ট্রাইব্যুনালে আইনজীবী জেড আই খান পান্না  © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে আজ ভোর থেকে প্রবীণ আইনজীবী জেড আই খান পান্নার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। অনেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। তবে তার মৃত্যুর গুজবের মধ্যে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন আইনজীবী জেড আই খান পান্না। তিনি আসামিপক্ষে ট্রাইব্যুনালে শুনানি করবেন।

মৃত্যুর গুজব নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি ভালো আছি। মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকব।’

সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের পক্ষে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে অংশ নিয়েছিলেন। এরপর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বিভিন্ন বিষয়ে তিনি সমালোচনা করেন এবং শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করারও ঘোষণা দিয়েছিলেন তিনি।

আরো পড়ুন: সাবেক স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর গ্রেপ্তার

এদিকে ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামে একজনকে গুলি ও মারধরের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলা হয়েছিল। পরে এ নিয়ে সমালোচনা শুরু হলে মামলা থেকে তাকে বাদ দিতে বাদী খিলগাঁও থানায় আবেদন করেন।


সর্বশেষ সংবাদ