ভাগাভাগি হয়ে গেলে নিজেদের শক্তি কমে, বড় কিছু গড়া যায় না: মির্জা গালিব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৪ AM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৬ AM

ছাত্র রাজনীতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আমেরিকার হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, জুলাই অভ্যুত্থানের ক্রেডিট আমাদের শহীদদের, আহতদের, আর সেই সকল ছাত্র-জনতার যারা জীবনের ভয় উপেক্ষা করে পুলিশের গুলি আর ছাত্রলীগের হায়েনাদের সামনে রাস্তায় নেমে এসেছিল। নানান মতের নানার চিন্তার মানুষ একসাথে নেমে এসেছিল ফ্যাসিবাদের পতনের জন্য।
তিনি আরও লেখেন, ফ্যাসিবাদের পতনের পর এই মানুষগুলো আলাদা আলাদা রাজনীতি করবে, এইটাই স্বাভাবিক। কেউ বিএনপি করবে, কেউ জামায়াত করবে, কেউ নতুন দল করবে। কিন্তু সবার মধ্যে জাতীয় স্বার্থে একটা ঐক্য থাকতে হবে। কেউ হাসিনার মত ভারতের তাঁবেদারি করবে না, এই ইস্যুতে ঐকমত্য যেন থাকে।
মির্জা গালিব লেখেন, একইভাবে, ছাত্রদের নতুন দলে ছাত্র শক্তির লোকেরা থাকবে, শিবিরের সাবেক লোকেরা থাকবে, মাদ্রাসা ছাত্ররা থাকবে, বাম বলয়ের লোক থাকবে। অতীতে কোনো রাজনীতি না করা লোকেরা থাকবে। সবাই মিলেমিশে একটা কমন জায়গায় একমত হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে এই দলটা বানাবে। দ্বিমত করে ভাগাভাগি হয়ে গেলে কেবল নিজেদের শক্তিই কমে, বড় কিছু গড়া যায় না।
আমাদের রাজনৈতিক ইতিহাসে জিয়াউর রহমান বোধহয় একমাত্র সফল নেতা যে বিভিন্ন মতের লোকজনকে একসাথে রাখতে পেরেছিল। দ্বিতীয় সফলতার সুযোগ নষ্ট করা বোকামি হবে।