পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে জুলাই আন্দোলনে আহতদের শাহবাগ অবরোধ

জুলাই আন্দোলনে আহতদের শাহবাগ অবরোধ
জুলাই আন্দোলনে আহতদের শাহবাগ অবরোধ  © সংগৃহীত

পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে  শাহবাগ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই আন্দোলনে আহতরা। এতে  বাংলামোটর অভিমুখী পথে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সোমবার (১৭ ফেব্রুয়ারি)  আহত ও শহীদ পরিবারের ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। 

আহতরা দাবি করেন,  দুইটি ক্যাটাগরিতে বিবেচনায় যারা স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন তাদের মাসিক ২০ হাজার টাকা ভাতা, এককালীন ভাতা এবং পরিবারে দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা-সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

আহতদের মধ্যে যারা সেরে উঠেছেন এবং কর্মক্ষম আছেন তাদের ১৫ হাজার টাকা মাসিক এবং এককালীন ভাতার ব্যবস্থা এবং সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে যেখানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো হুমকি, হয়রানি বা হত্যাচেষ্টা হলে সর্বোচ্চ শান্তির বিধান থাকতে হবে।

এছাড়া আহত ও শহীদ পরিবারের সদস্যদের মানসিক কাউন্সেলিং, হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য টোল-ফ্রি হটলাইন চালুর দাবিও জানান তারা। 

এ বিষয়ে শাহবাগ থানার ওসি খালেদ মনসুর বলেন, ‘বেশ কিছু দাবি নিয়ে তারা বিএসএমএমইউর সামনে সড়কে অবস্থান করছেন। তবে মোড়ের অন্য লেনগুলো দিয়ে যান চলাচল করছে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence