ভালোবাসার আমেজে বকুলতলায় বসন্তের উৎসব

  © টিডিসি ফটো

প্রকৃতির বুকে বসন্তের আগমন ঘটেছে। তরুণীরা খোঁপায় ফুল ও লাল-বেগুনি শাড়ি পরে মেলায় এসেছিলেন। ছেলেরা এসেছেন পাঞ্জাবি-পায়জামা পরে। রাজধানী বিভিন্ন জায়গায় বসন্ত উৎসব চললেও প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চারুকলার বকুলতলা।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে চারুকলার বকুলতলা গেছে, সকাল সাড়ে ৭টায় সেতারে রাগ বসন্তমুখারী বাদন দিয়ে শুরু হয় আয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলার আয়োজনে সমবেত গান, নৃত্য পরিবেশনা, একক পরিবেশনা, শিশু-কিশোর ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পরিবেশনা নিয়ে সাজানো হয়েছে ‘এসো মিলি প্রাণের উৎসবে’ শিরোনামের এ আয়োজন।

নতুন প্রজন্মের কাছে দেশের ঋতুভিত্তিক উৎসব ছড়িয়ে দিতে প্রতি বছরই এ উৎসবের আয়োজন করে আসছেন বলে বক্তব্যে জানিয়েছে জাতীয় বসন্ত উৎসব উদ্‌যাপন পরিষদের সদস্যরা। এবারের ১৪৩১ বঙ্গাব্দের বসন্ত উৎসবটি ৩১তম।

বসন্তকথন পর্বে সভাপতিত্ব করবেন জাতীয় বসন্ত উৎসব উদ্‌যাপন পরিষদের সভাপতি স্থপতি সফিউদ্দিন আহমদ। এ সময় বক্তব্য দেবেন সহসভাপতি কাজল দেবনাথ, সাধারণ সম্পাদক মানজার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন নায়লা তারাননুম চৌধুরী ও আহসান দিপু।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence