ইট বোঝাই ট্রলির ধাক্কায় সিএনজি অটোরিকশার দু’যাত্রীর মৃত্যু

ভ্যানগাড়িতে রাখা মরদেহ ও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ
ভ্যানগাড়িতে রাখা মরদেহ ও দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ  © টিডিসি ফটো

পাবনার সাঁথিয়ায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের গুরুত্ব অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের মহিষাকোলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।  

নিহতরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার পুকুরপাড়া এলাকার মৃত বাদশার ছেলে মামুন হোসেন (৩২) ও পাবনার আমিনপুর থানার চরকান্দি এলাকার প্রশান্ত মিস্ত্রীর স্ত্রী ননিতা রাণী (৪৫)। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

আরো পড়ুন: চবিতে ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডের সূচি প্রকাশ

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশা পাবনার কাশীনাথপুর থেকে বেড়ার দিকে যাচ্ছিল। এ সময় মহিষাকোলা নামক স্থানে পৌঁছালে পেছন থেকে ইট বোঝাইকৃত একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আহত হন আরও ২ জন। 

তিনি আরো বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও ট্রলিসহ ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


সর্বশেষ সংবাদ