গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৭ AM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০২ PM

মাদারীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের বাগেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন একই এলাকার জুয়েল হাওলাদার (৩৫), তার স্ত্রী তানিয়া বেগম (৩০) ও মেয়ে সোহাগী আক্তার (৮)। তারা সাইফুর রহমান চুন্নু ফকিরের বাড়িতে ভাড়া থাকতেন।
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান জানান, রাতে মশার কয়েলের জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে যান তানিয়া বেগম। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে তানিয়া, তার স্বামী জুয়েল ও মেয়ে সোহাগী দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তানিয়াকে ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের পাইপ ফেটে যাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় বিস্ফোরণ বড় আকার ধারণ করেছে বলেও জানান শেখ আহাদুজ্জামান।