ড. ইউনূস শাহবাগে না আসলে জুলাই হত্যা মামলা প্রত্যাহারের হুঁশিয়ারি শহীদ পরিবারের

জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা শাহবাগে অবস্থান নিয়েছেন।
জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা শাহবাগে অবস্থান নিয়েছেন।   © সংগৃহীত

জুলাই গণহত্যার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। এসময় তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস শাহবাগে এসে তাদের সাথে দেখা না করলে জুলাই হত্যা মামলা প্রত্যাহারের হুঁশিয়ারি দেন। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)  সকাল ১০টা থেকে শাহবাগে অবস্থান নেন তারা। এতে শাহবাগ ও তার আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজট তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ, তারা গত কয়েক মাস ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করা চেষ্টা করে আসছেন, তবে তাদের সে সুযোগ দেওয়া হচ্ছে না। জুলাই গণহত্যায় চলমান বিচারিক কার্যক্রমের সমালোচনা করে তারা বিষয়টিকে 'সার্কাস' বলে অভিহিত করেছেন। 

তারা জানান, মারাত্মক ক্র্যাকডাউনের আদেশ দানকারী এবং পরিকল্পনা বাস্তবায়নকারী অনেকেই এখনো বিচারের সম্মুখীন হয়নি। অধিকাংশ অপরাধী প্রকাশ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এটা শহীদদের স্মৃতির প্রতি অপমান।

আন্দোলনে ছেলে হারানো এক অভিভাবক বলেন, আমরা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে অনেকের দুয়ারে দুয়ারে গিয়েছি, কিন্তু সহানুভূতির পরিবর্তে পেয়েছি অবহেলা ও অসম্মান।

শহীদ ইমাম হোসেনের ভাই রবিউল ইসলাম বলেন, ‘আমাদেরকে গত ৩০ জানুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা তবে তারা দেখা করেননি তিনি। তাহলে শহীদ পরিবার যাবে কোথায়? আজকে ড. ইউনূস এখানে আসবে। তা না হলে আমরা শহীদ পরিবার সকল মামলা প্রত্যাহার করে নেব।’ 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence