টানা চতুর্থ দিন বায়ুদূষণে শীর্ষে ঢাকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০১ AM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৮ AM

টানা চার দিন ঢাকার বাতাসে দূষণ ভয়ানক ক্ষতিকর পর্যায়ে রয়েছে। গত তিন দিনের মতো আজ বুধবারও ঢাকা বায়ুদূষণে বিশ্বের শীর্ষে আছে। সকালের রেকর্ড অনুযায়ী বিশ্বের ১২৫ দেশের মধ্যে সর্বোচ্চ দূষণ ঢাকায়, বায়ুমান ৩৭৫। যেখানে বায়ুমান ৩০০ ছাড়ালে সবার জন্য ‘দুর্যোগপূর্ণ’ পরিবেশ ধরা হয়, সেখানে এই শহরে দূষণ ভয়াবহ মাত্রায় বেড়ে গেছে। অন্যদিকে অস্বাস্থ্যকর বাতাস নিয়ে ঢাকার পরই রয়েছে ভারতের দুই শহর কলকাতা ও দিল্লি।
আজ বুধবার ( ৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার রেকর্ড অনুযায়ী শীর্ষ পাঁচ শহরের মধ্যে আরও রয়েছে পাকিস্তানের লাহোর ও পোল্যান্ডের ক্র্যাকো শহর।
বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে দূষণের মাত্রা নির্ধারণ করে বায়ু পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।