আ.লীগের লিফলেট যারা বিতরণ করবে, তাদের গ্রেপ্তার করা হবে: প্রেস সচিব

শফিকুল আলম
শফিকুল আলম  © সংগৃহীত

আওয়ামী লীগের নেতা-কর্মীরা অন্তর্বর্তী  সরকারের পদত্যাগের দাবিতে সারা দেশে লিফলেট বিতরণ করছেন। এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে, তাদের গ্রেপ্তার করা হবে। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ।

প্রেস সচিব বলেন, আমাদের কড়া বার্তা, যারা পতিত সরকারের পক্ষে কর্মসূচি পালন করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের লিফলেটে যেসব লেখা রয়েছে সেগুলো খুবই আপত্তিকর। তাই যারা এসব লিফলেট বিতরণ করবে তাদের গ্রেপ্তার করা হবে।


সর্বশেষ সংবাদ