রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার

বাংলাদেশ রেলওয়ে
বাংলাদেশ রেলওয়ে  © সংগৃহীত

রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ। বুধবার (২৯ জানুয়ারি) রাত আড়াইটার দিকে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য জানান তিনি।

হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইয়েড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার। শ্রমিক নেতাদের সাথে নিয়ে আমরা রেলের কর্মকর্তা ও কর্মচারীদের সমস্যার সমাধান করতে রেল উপদেষ্টার সাথে দেখা করেছি। 

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিকের দাবিতে সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতিতে যান বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। ফলে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

কর্মবিরতি তুলে নেওয়ার অনুরোধ জানিয়ে দিনভর দফায় দফায় আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসেন রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মধ্যরাতে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারী বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির নেতারা। বৈঠকে রেলওয়ের রানিং স্টাফদের চলমান কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়। সেখানে উপস্থিত ছিলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, বিএনপির নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!