স্বামীর অধিকার পেতে স্ত্রীর পাঁচ দিনের অনশন, এলাকাজুড়ে চাঞ্চল্য

  © টিডিসি ফটো

স্বামীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে পাঁচ দিন ধরে অনশন করছেন মদিনা আক্তার (২৮) নামে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামে। বিয়ের পাঁচ বছর পরও স্বামীর অধিকার না পেয়ে এ অনশন করছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে আদালতের মাধ্যমে বিয়ে হয় মদিনা আক্তারের সঙ্গে বড়কান্দা গ্রামের মোতালেব মিয়ার ছেলে তামিমের। বিয়ের পর থেকেই তামিম শ্বশুরবাড়িতে থাকতেন এবং মদিনা তার স্বামীর ভরণপোষণের দায়িত্ব পালন করতেন। তিনি নিজের উপার্জন ও সঞ্চিত অর্থ দিয়ে সংসার চালিয়ে আসছিলেন।

মদিনা আক্তার জানান, গত ১৫ জানুয়ারি তামিম ২০ হাজার টাকা নিয়ে বাড়ি চলে যান এবং পরে জানতে পারেন, তিনি তাকে তালাক দিয়েছেন। এরপর অধিকার আদায়ের দাবিতে শ্বশুরবাড়ির সামনে এসে অবস্থান শুরু করেন। তবে শ্বশুরবাড়ির কেউ তার খোঁজ নেয়নি বা খাবার দেয়নি। আত্মীয়দের দেওয়া সামান্য খাবারেই তিনি অনশন চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, ‘আমি স্বামীর বাড়ি থেকে যাব না। স্বামীকে নিয়ে যাব, না হলে এখানেই মরব।’

এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গ্রাম্য মাতব্বর ইদ্রিছ মিয়া বলেন, ‘মদিনার অনশন নিয়ে আমরা চিন্তিত। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।’

স্থানীয় সাবেক মেম্বার বলেন, ‘একজন নারীকে এভাবে কষ্টে রাখা লজ্জার। প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক।’

তবে মদিনার শ্বশুর মোতালেব মিয়া এই সম্পর্ক মেনে নিতে নারাজ। তিনি বলেন, ‘তামিম শ্বশুরবাড়িতে থাকত, কিন্তু এখন আমাদের বাড়িতে জায়গা নেই। সে মরে গেলেও আমাদের কিছু যায় আসে না।’

নওপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সারোয়ার জাহান কাওছার জানান, মদিনার বাবা-মা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। তিনি বলেন, ‘এ ঘটনা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। প্রশাসনের সহযোগিতা ছাড়া এর সমাধান সম্ভব নয়।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!