তারুণ্যের উৎসবে ম্যারাথনে দৌড়ালেন সাতক্ষীরার জেলা প্রশাসক

ম্যারাথনে অংশ নেন সাতক্ষীরার জেলা প্রশাসক
ম্যারাথনে অংশ নেন সাতক্ষীরার জেলা প্রশাসক  © টিডিসি

সাতক্ষীরায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন প্রতিযোগিতা। ম্যারাথনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাব থেকে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার প্রধান আকর্ষণ ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি নিজেই ম্যারাথনে অংশগ্রহণ করে উদ্বোধনী দৌড়ে শামিল হন। তার এ উদ্যোগ প্রতিযোগীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। 

আজ শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে সাড়ে ৫ কিলোমিটার পাড়ি দিয়ে জেলা স্টেডিয়ামে গিয়ে এই দৌড় শেষ হয়।

সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী ও ভিবিডি সাতক্ষীরার জেনারেল সেক্রেটারি অর্পণ বসু বলেন, ‘এমন আয়োজন তারুণ্যের শক্তি উদযাপনের পাশাপাশি আমাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে। জেলা প্রশাসক স্যারের অংশগ্রহণ আমাদের জন্য বিশেষ প্রেরণা। এ ধরনের ইভেন্ট কেবল প্রতিযোগিতা নয়, শেখার ও একতাবদ্ধ হওয়ার দারুণ একটি সুযোগ।’

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসাইন বলেন, ‘এ ধরনের আয়োজন আমাদের সমাজের বৈষম্য দূর করতে ভূমিকা রাখে। এখানে সবাই একসঙ্গে দৌড়ায়, যা তারুণ্যের সমতা ও একতাকে প্রতিফলিত করে। আমি মনে করি, তরুণদের এভাবেই একসঙ্গে কাজ করতে হবে, যাতে একটি বৈষম্যহীন সমাজ গড়ে ওঠে।’

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ‘তারুণ্যের শক্তিই আমাদের ভবিষ্যৎ। সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা অপরিহার্য। আমি চাই, সাতক্ষীরার তরুণরা কেবল স্থানীয় পর্যায়ে নয়, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের প্রতিভা দেখাক।’

আরও পড়ুন: উপদেষ্টা নাহিদের কাছে ক্ষমা চাইলেন সেই যুবক

ক্রীড়াপ্রেমীরা এ আয়োজনের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন প্রতিযোগিতা আয়োজনের দাবি জানান। জেলা প্রশাসকও আশ্বাস দেন, তারুণ্যের বিকাশ ও ক্রীড়ার প্রসারে প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence