চার দফা দাবিতে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১২:১৪ PM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৫, ০২:০২ PM

চার দফা দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীরা। বুধবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।
এসময় তাদের আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম; আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
জানা গেছে, দীর্ঘ তিন মাস ক্যাম্পাসে তালা লাগিয়ে আন্দোলন করার পরেও মেডিকেল ইন্সটিটিউটের চার দফা যৌক্তিক দাবি পূরণ না হওয়ার প্রতিবাদে তারা এই বিক্ষোভ-সমাবেশ করছেন।
তাদের ৪ দফা দাবির মধ্যে রয়েছে—অনতিবিলম্বে ১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি/বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি; অনতিবিলম্বে কোর্স কারিকুলাম সংশোধন ও ইন্টার্নশিপ ভাতা প্রদান; প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোর্ড গঠন; অনতিবিলম্বে আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষা প্রদান।