নিকাব ইস্যু নিয়ে মুখ খুললেন চ্যানেল আইয়ের সেই উপস্থাপিকা

উপস্থাপিকা নুসরাত জাহান জেরি
উপস্থাপিকা নুসরাত জাহান জেরি  © সংগৃহীত

বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ে নিকাব পরার কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ককে টক-শোতে অংশ না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। 

এবার এ ঘটনায় মুখ খুললেন চ্যানেল আইয়ের সে শো-এর উপস্থাপিকা নুসরাত জাহান জেরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে উপস্থাপিকা বলেন, ‘জ্বি, চ্যানেল আইয়ে যেই শো এর অতিথি নিয়ে এতকিছু, সেই শো এর উপস্থাপিকা আমি। প্রথম থেকেই যারা আমাদের শো দেখেন, আপনারা দেখেছেন যে হিজাব, শাড়ি, জিন্স, কুর্তি, টুপি, পাঞ্জাবি সব ধরনের পোশাক পরা মানুষ'ই আমাদের অতিথি ছিলেন।’

তিনি লিখেছেন, ‘যারা আমায় চেনেন তারা নিশ্চয়ই জানেন যে আমি মানুষের, তাদের পছন্দের স্বাধীনতায় বিশ্বাসী মানুষ। আমার শো তে নিকাব নিষিদ্ধ থাকবে? এমন কিছু নিয়ম থাকলে সবার আগে আমিই এর বিরুদ্ধে দাঁড়াতাম। আমাদের শো প্রোডিউসার গালিব ভাই নিজেই এমন কিছু হতে দিতো নাহ।’

চ্যানেল আই কর্তৃপক্ষ ‘নো হিজাব/নো নিকাব’ রুলস দেয়নি দাবি করে উপস্থাপিকা বলেন, ‘চ্যানেল আই কর্তৃপক্ষ আমায় কোনোদিন ‘নো হিজাব/নো নিকাব’ রুলস দেয়নি, আমার জানা মতে কাউকেই দেয়নি। পুরো ব্যাপারটায় এমন মিসকমিউনিকেশন হয়েছে যে এখনো কি বলবো ভাবছি! আদৌ বলবো কিনা তাও ভাবছি।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!