আজহারীর মাহফিল: রেলের অতিরিক্ত ১৭ শাটল কোচ চালু

আজহারীর মাহফিলকে ঘিরে লালমনিরহাটে অতিরিক্ত ১৭টি শাটল কোচ চালু
আজহারীর মাহফিলকে ঘিরে লালমনিরহাটে অতিরিক্ত ১৭টি শাটল কোচ চালু  © সংগৃহীত

ইসলামি বক্তা ও আলোচক ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল উপলক্ষ্যে লালমনিরহাটে মুসল্লিদের সুবিধার জন্য অতিরিক্ত ১৭টি শাটল কোচ চালু করেছে রেল বিভাগ। রাত থেকেই ময়দানে অবস্থান নিয়েছেন তার ভক্তরা। মুসল্লিদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থা কর্মকর্তাদের।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রেল বিভাগের সহকারী সড়ক পরিবহণ কর্মকর্তা ফারুকুল ইসলাম। 

লালমনিরহাট পৌঁছে জোহরের নামাজ শেষে শনিবার বয়ান পেশ করার কথা রয়েছে মিজানুর রহমান আজহারীর। এই মাহফিলকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে ট্রাক চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত থেকেই মাহফিলের মূল মাঠে কম্বল, চাদর নিয়ে অবস্থান নিয়েছেন মুসল্লি ও ভক্তরা। শনিবার সকাল থেকে মানুষের এই চাপ আরও বাড়তে শুরু করেছে।

ইসলামিক সোসাইটি লালমনিরহাট নামের সংগঠনের ব্যানারে মাহফিলটির আয়োজন করা হয়েছে। মাহফিলে কমপক্ষে ১০ থেকে ১২ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে আয়োজক কমিটি।  জনসমাগম বিবেচনা করে আয়োজকরা দর্শকদের জন্য চারটি মাঠ প্রস্তুত করছে। জেলার সবচেয়ে বড় সোহরাওয়ার্দী মাঠে করা হচ্ছে মূল মঞ্চ। এ ছাড়াও কালেক্টরেট, সিপি স্কুল মাঠ ও নারীদের জন্য প্রস্তুত করা হয়েছে জেলা স্টেডিয়াম মাঠ। এলইডি স্ক্রিনের মাধ্যমে অন্য মাঠগুলোতে প্রচার করা হবে।

মাহফিলের সভাপতি আব্দুল হাকিম বলেন, 'মাহফিল সফল করতে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে মাঠগুলোতে। পুরো শহরে সাউন্ড সিস্টেমের মাধ্যমে বক্তা ও অতিথিদের বক্তব্য শোনা যাবে। 

লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, 'মিজানুর রহমান আজহারীর মাহফিলে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে আনসার, পুলিশ র‍্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা। আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে প্রায় পাঁচ হাজার।' 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence