টিউলিপ লন্ডনে বড় হয়েছেন, কিন্তু জেনেটিক্যাল লাইন ক্রস করতে পারেনি: রিজভী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:১৯ PM , আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:১৯ PM

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘টিউলিপ সিদ্দিকী লন্ডনে বড় হয়েছে, লেখাপড়া করেছে। ইংল্যান্ডের একজন এমপি দুর্নীতি করবে এটা স্বপ্নেও ভাবা যায় না। কিন্তু তার জিন হচ্ছে বাংলাদেশের শেখ পরিবারের। ওখানে লেখাপড়া করে এমপি হওয়ার পরও তার জেনেটিক্যাল যে লাইন, সেটি ক্রস করতে পারেনি। আর করতে পারেনি বলেই তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণগুলো বেরিয়ে আসছে।’
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এটিএম খালেদের শাহাদাৎবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
টিউলিপের প্রসঙ্গ টেনে বিএনপি নেতা রিজভী বলেন, ‘রূপপুর পারমাণবিক প্রকল্পে রাশিয়ার সঙ্গে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় ৫০০ কোটি ডলার চুক্তি করেছে। আর সেখান থেকে টিউলিপ ঘুষ নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। মালয়েশিয়ার একটি ব্যাংক থেকে সেই টাকা উত্তোলন করা হয়েছে। এটা একদম সুস্পষ্ট গণমাধ্যমগুলোতে এসেছে।’
গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি অপমানিত করেছে বলেও অভিযোগ করেন রিজভী। তার মতে, ‘মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অবদান তুলনামূলক কম। দলটির ভেতর রাজনৈতিক উন্নয়নের কথা নেই। তারা মনে করতো, তাদের রাজনীতি বাইরে গেলেই সবাই অপরাধী।’
২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাজ্যে টানা চারবারের এমপি টিউলিপ সিদ্দিক ব্রিটেনের বর্তমান মন্ত্রিসভায় প্রথম ব্রিটিশ-বাংলাদেশি মন্ত্রী হিসেবে নিযুক্ত হন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও দুর্নীতিবিরোধী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি লন্ডনের কিংস ক্রসের কাছে একটি দুই বেডরুমের ফ্ল্যাট এবং হ্যাম্পস্টেডের অন্য একটি বাড়ি ব্যবহারের প্রসঙ্গ গণমাধ্যমে প্রচার হয়। এ নিয়ে চাপের মুখে গত ১৪ জানুয়ারি পদত্যাগ করেন তিনি।