সাতক্ষীরায় সিন্ডিকেটে সারের অতিরিক্ত দাম আদায়, অভিযানে সত্যতা পেল দুদক 

অভিযান পরিচালনা করছে দুদক
অভিযান পরিচালনা করছে দুদক  © টিডিসি ফটো

সাতক্ষীরায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং সিন্ডিকেটের মাধ্যমে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অভিযান চলে।

দুদকের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় দুদকের সহকারী পরিচালক মো. জাহিদ ফজলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে সহকারী পরিচালক রকিবুল ইসলাম জানান, আমরা তালা ও পাটকেলঘাটা থানার বিভিন্ন জায়গায় সরেজমিনে তদন্ত করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্যে সার বিক্রির সত্যতা পেয়েছি। এ বিষয়ে খামারবাড়ির উপ-পরিচালকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করেছি। বিষয়টি নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

দুদকের এই অভিযান কৃষকদের জন্য স্বস্তি বয়ে আনলেও সার সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কৃষকরা আরও জোর দাবি জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ