৪০ দিন জামায়াতে নামাজ আদায়, পুরস্কার পেলেন ১৬ মুসুল্লী

  © টিডিসি ফটো

ভোলায় টানা ৪০দিন জামায়াতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন ১৬ মুসুল্লী। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে ‘৪০দিন জামায়াতে নামাজ আদায় প্রতিযোগিতা-২০২৪’ অনুষ্ঠানে মুসুল্লীদের পুরস্কার তুলে দেওয়া হয়।    

জানা যায়, ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত ‘খোরশেদ মল্লিক বাড়ি দরজা জামে মসজিদ’ পরিচালনা কমিটির উদ্যোগে ‘৪০দিন জামায়াতে নামাজ আদায় প্রতিযোগিতা-২০২৪’ আয়োজন করা হয়। এতে ৪৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ৪০ দিন ধারাবাহিকভাবে জামায়াতে নামাজ আদায়কারী ‘১ম থেকে ৯ম স্থান’ পর্যন্ত মোট ১৬ জনকে পুরস্কৃত করা হয়। 

অনুষ্ঠানে আলোকচকবৃন্দ বলেন, নামাজ শুধু ইবাদতের মাধ্যমই নয়, এটি মানুষকে শৃঙ্খলাবদ্ধ ও নৈতিক জীবন যাপনে সহায়তা করে। বর্তমান প্রজন্মকে ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করা সময়ের দাবি। এই প্রতিযোগিতা সেই উদ্দেশ্য পূরণে সহায়ক হবে। জামায়াতে নামাজ আদায়ের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতায় এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি মো. রাজিব হোসেন রাজু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরাণগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মুফতি আমান উল্লাহ ওসমানী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মো: মহিউদ্দিন, মাওলানা মো: ইব্রাহিম, মাওলানা মো: নুরুদীন এবং মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ডা. মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় মুসুল্লীরা। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence