যবিপ্রবির ছাত্রদল নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১২:৪০ PM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫, ০১:০০ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্রদলের নেতা সজীবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ‘যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্রদলের নেতা সজীবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সজীব যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।’
আরও বলা হয়, ‘কয়েক সপ্তাহ আগে সজীব ওই কমিটি থেকে পদত্যাগ করেন এবং তিনি বিপ্লব ২৪ কমিটি নামক নতুন একটা সংগঠনে আহ্বায়ক ছিলেন।’
পোস্টে ‘তার সর্বশেষ মেসেজ ছবিতে’ উল্লেখ করে হোয়াটসঅ্যাপের মেসেজে সজীবের কথোপকথনের একটি স্ক্রিনশর্ট জুড়ে দেওয়া হয়।
মেসেজে সজীব অপর প্রান্তের ব্যক্তিকে লেখেন, ‘তুই কই? একজন আমার সঙ্গে রাফ বিহেভিয়ার করছে, তারা চার-পাঁচজন আছে, তাদের হাতে ছুরি।’
অপর প্রান্ত থেকে উত্তরে বলা হয়, ‘কোথায়, আমি ঢাকায়, কোথায় তুই?’
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পেজে দেওয়া এই পোস্টের কমেন্টসে অনেককেই নানা ধরনের প্রতিক্রিয়া করতে দেখা গেছে।