মোবাইল-নগদ অর্থ চুরি, ফরিদপুরে গ্রেপ্তার ২ যুবক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৭:৫৩ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ০৭:৫৩ PM
ফরিদপুরের ডোমরাকান্দিতে মোবাইল ও নগদ অর্থ চুরির মামলায় ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০১ জানুয়ারি) জেলার কোতোয়ালি থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এর আগে ভুক্তভোগী রাসেল বিশ্বাস বাদি হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
জানা যায়, মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে এ চুরির ঘটনা ঘটে। পরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মুসা ইব্রাহিম (১৮) মাগুরা জেলার মোহাম্মদপুরের মো. ফরিদ মোল্লার সন্তান এবং অন্য আসামি ফরিদপুরের কোতোয়ালি থানার সিদ্দিক আহম্মেদের ছেলে সোহেল।
গ্রেপ্তারের পর বুধবার (০১ জানুয়ারি) দুই আসামিকে ফরিদপুর জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণের পর তাদের জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার বাদি রাসেল বিশ্বাস জানিয়েছেন, মঙ্গলবার সকালে এ চুরির ঘটনা ঘটে। এ সময় একটি অ্যান্ড্রয়েড মোবাইল এবং নগদ অর্থ চুরি করে মামলার প্রথম আসামি মুসা ইব্রাহিম। সিসিটিভি ফুটেজ দেখে তিনি বিষয়ি নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগীর আইনজীবী অ্যাডভোকেট আসিবুর রহমান আসিফ।