‘থার্টি ফার্স্ট নাইট’ উদ্যাপন করতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ১১:৪২ AM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৫, ১২:৩০ PM
নাটোরের বড়াইগ্রামে বন্ধুদের সাথে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদ্যাপন করতে গিয়ে ছাদ থেকে পড়ে ইশতিয়াক আহমেদ (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে বনপাড়া কালিকাপুর এলাকার প্রকৌশলী মো. শফি আহমেদের বাসার ছাদে এ দুর্ঘটনা ঘটে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, নিহত ইশতিয়াক কালিকাপুর এলাকার ইকবাল হোসেন বাবুর একমাত্র ছেলে ও বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল অ্যান্ড কলেজের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।
পরিবারিক সূত্রে জানা গেছে, ইশতিয়াক আহমেদ বন্ধুদের সাথে থার্টি ফার্স্ট নাইট উদ্যাপনের লক্ষ্যে বিকেলে বনপাড়া শফি ইঞ্জিনিয়ারের বাসার ছাদে যায়। সেখানে সন্ধ্যার পর থেকে বক্সে ডিজে গান বাজানো আর রান্নার কাজ চলছিল। এসময় উদ্দাম নাচের তালে অসাবধানতাবশত ইশতিয়াক ছাদ থেকে পড়ে যায়। তাকে উদ্ধার করে বনপাড়ার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহতের বাবা ইকবাল হোসেন বাবু বলেন, ‘আমার ছেলে লেখাপড়ায় ভালো ছিল। এভাবে চলে যাবে ভাবতেও পারিনি।’
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, 'পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।