আদালতে দোয়া চাইলেন পলক, হাসলেন ইনু ও শাহজাহান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ PM , আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৪:২৮ PM
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় হত্যাচেষ্টা ও হত্যার মামলায় গ্রেপ্তার হয়ে আদালতে হাজির হন। প্রিজন ভ্যানে করে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হলে, আদালতের সামনে দাড়িয়ে তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘আমার জন্য দোয়া কইরেন’।
এই দিন, সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, শাহজাহান খান, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম ও আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। তাদেরকে প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় এবং প্রথমে হাজতখানায় রাখা হয়। পরে তাদেরকে একে একে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের এজলাসে তোলা হয়।
গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করার সময়, তাদের হাতে হাতকড়া, মাথায় হেলমেট এবং বুকে জ্যাকেট পরানো ছিল। এই সময়ে তাদের মুখে বিমর্ষ ভাব দেখা যায়। তবে শুনানির পরে, বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। সালমান এফ রহমানকে মিরপুর থানার হত্যা মামলায়, শাহবাগ থানার হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলককে, বিমানবন্দর থানার হত্যাচেষ্টা এবং উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় আতিকুল ইসলামকে, হাতিরঝিল থানার হত্যা মামলায় শাহজাহান খানকে এবং গুলশান থানার হত্যা মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানো হয়।
এছাড়া, হাসানুল হক ইনুকে গুলশান থানার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে ৪ দিনের অনুমতি পেয়েছেন তদন্ত কর্মকর্তা। আদেশের সময় সাবেক মন্ত্রী ইনুকে একটু হাসতে দেখা যায়।
এজলাস থেকে নামার পর, আদালতের সামনে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক আইনজীবী শাহজাহান খানের উদ্দেশে উচ্চস্বরে প্রশ্ন করেন, ‘মেলা জব্দ করছেন, এখন কেমন লাগে?’ উত্তরে শাহজাহান খান হাস্যকরভাবে বলেন, ‘খুব ভালো। খুব ভালো।’ এরপর তিনি সাংবাদিকদের সাথে রসিকতা করে আরো বলেন, ‘আমাকে বলছে এখন কেমন লাগে, আমি বলছি খুব ভালো। হাহাহা’।
কিছুক্ষণ পর, আসামিদের প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যেতে দেখা যায়।