৩ শতাধিক শীতার্ততে কম্বল দিলো অভিভাবক ঐক্য ফোরাম

  © সংগৃহীত

রাজধানীর আইডিয়াল স্কুলের মুগদা ক্যাম্পাসে অভিভাবক ঐক্য ফোরাম ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম এর আয়োজনে শীতার্ত দুঃস্থ ৩০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইমাম হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক ঐক্য ফোরাম, বাংলাদেশের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু। সভাপতিত্ব করেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরাম মুগদা শাখার আহ্বায়ক আ স ম আলমগীর। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: সেলিমউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মো: রোস্তম আলী, ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক মো: সেলিম মিয়া, অ্যাডভোকেট পারভেজ আহমেদ, সাইফুল ইসলাম প্রমুখ। এসময় বক্তারা সমাজের সম্পদশালী ব্যক্তিদেরকে শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ