কেন্দ্রীয় কমিটি থেকে উশ্যেপ্রু মারমাকে অব্যাহতি দিল জাতীয় নাগরিক কমিটি

  © ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির হয়ে অংশ নেওয়ায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য উশ্যেপ্রু মারমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদপত্রের বরাত দিয়ে বলা হয়, জাতীয় নাগরিক কমিটির বর্ধিত কেন্দ্রীয় কমিটির সদস্য উশ্যেপ্রু মারমা বিগত ২০২৪ সালের ৭ জানুয়ারির 'ডামি নির্বাচন'- এ তৃণমূল বিএনপি'র হয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ি (জাতীয় সংসদের ২৯৮ নং আসন) থেকে প্রার্থী হয়েছিলেন। আওয়ামী ফ্যাসিবাদের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অবৈধ জাতীয় নির্বাচন জাতির সাথে প্রহসনের এক নির্মম চিত্র। এমন নির্বাচনে প্রার্থিতা করা কেউ জাতীয় নাগরিক কমিটির কোনও পর্যায়েই সদস্য হিসেবে থাকতে পারেন না।

এতে আরও জানানো হয়, কাজেই এতদ্বারা জানানো যাচ্ছে যে, ২৫/১১/২০২৪ তারিখের স্মারক নং জানাক/কে.ক.ব./২০২৪/০২ অধীনে ঘোষিত কেন্দ্রীয় সদস্য উশ্যেপ্রু মারমাকে সদস্যপদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। ভবিষ্যতে জাতীয় নাগরিক কমিটি এ সংক্রান্ত ব্যাপারে অধিকতর সতর্কতা অবলম্বন করবে বলেও জানানো হয়।


সর্বশেষ সংবাদ