‘আইআইইউসি দখলকারী’ নদভী রিমান্ডে

আইআইইউসির লোগো ও সাবেক সংসদ নদভী
আইআইইউসির লোগো ও সাবেক সংসদ নদভী  © ফাইল ছবি

লালবাগ থানায় শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়া এলাকার সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নদভীকে ১ দিনের রিমান্ড দিয়েছে আদালত। সোমবার (১৬ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মোস্তাফজুর রহমান এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক সাজ্জাদ হোসেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আদেশ দেন।

এর আগে গত ৯ অক্টোবর চট্টগ্রামের সাতকানিয়ায় সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও তার ভাতিজা মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান (৪০) বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, গত বছরের ১৯ নভেম্বর কেরানীহাট-বান্দরবান সড়কের সাতকানিয়ার দস্তিদার হাটে সরকারের পতন ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করছিলেন। এসময় সংসদ সদস্য নেজামুদ্দিন নদভী, তার ভাতিজা সেলিম চৌধুরী, বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু ছালেহসহ কয়েকজনের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র, বাঁশ ও রড নিয়ে হামলা চালান। মিছিলে অংশ নেওয়া সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। হামলায় মামলার বাদীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হন।

জানা যায়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ২০২১ সালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি) দখল হয়েছিল ড. আবু রেজা মুহাম্মদ নদভীর নেতৃত্বে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আবু রেজা নদভী ও তার সহযোগীরা পালিয়ে গেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলামের নেতৃত্বাধীন বোর্ড অব ট্রাস্টিজ সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে পুনরায় ফিরে পান।


সর্বশেষ সংবাদ