এবার বিছানার চাদর পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিলেন রিজভী

ভারতীয় চাদর পোড়ালেন রিজভী
ভারতীয় চাদর পোড়ালেন রিজভী  © সংগৃহীত

রাজশাহীতে ভারতীয় বিছানার চাদর পুড়িয়ে দেশটির পণ্য বর্জনের ডাক দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহীর ভুবন মোহন পার্কে ‘দেশীয় পণ্য কিনে হও ধন্য’ শীর্ষক অনুষ্ঠানের বিছানার চাদর আগুন দিয়ে পোড়ানো হয়।

রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে আয়োজিত এ অনুষ্ঠান শেষে ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে এভাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি। এ সময় তার সঙ্গে নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, ‘ভারত আমাদের অবমূল্যায়ন করছে, আমাদের স্বাধীনতাকে সম্মান দিতে জানে না। তাদের শাসকগোষ্ঠী বাংলাদেশের জনগণকে দ্বিতীয় শ্রেণির নাগরিক মনে করে। ভারতীয় পণ্য বর্জন করে আমরা আমাদের আত্মমর্যাদা রক্ষা করব।’

তিনি আরও বলেন, ‘ভারত বাংলাদেশের বাজারকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। পেঁয়াজ, আলু, চালসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের রপ্তানি বন্ধের হুমকি দেয়। অথচ আমরা নিজেরাই এই পণ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারি। ভারতের ওপর নির্ভরতার দিন শেষ।’

এ সময় ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রাজস্থানের জয়পুর টেক্সটাইলের একটি বিছানার চাদর ছুড়ে ফেলেন তিনি। এরপর দলীয় নেতাকর্মীরা কেরোসিন ঢেলে সেটিতে আগুন জ্বালিয়ে দেন।

রুহুল কবির রিজভী ঘোষণা দেন, এখানে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিছু কাপড় এনেছেন। স্বল্পমূল্যে এগুলো বিক্রি করা হবে। এরপর সেসব কাপড় বিক্রি করা হয়। সেখানে ২০০ টাকায় শাড়ি ও ১০০ টাকায় লুঙ্গি বিক্রি করা হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী নগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহ খালিদ হাসান চৌধুরী পাইন, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ