হাইকমিশনে হামলার নিন্দা জানিয়েছে সব রাজনৈতিক দল: আইন উপদেষ্টা

সাংবাদিকদের সাথে কথা বলেন আসিফ নজরুল
সাংবাদিকদের সাথে কথা বলেন আসিফ নজরুল  © সংগৃহীত

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে দেশের রাজনৈতিক দলগুলো। পাশাপাশি বিষয়টি নিয়ে সরকারের জানিয়েছেন সরকারের উপদেষ্টারাও। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলো সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি নিয়ে সরকারের অবস্থান জানান আইন উপদেষ্টা  উপদেষ্টা আসিফ নজরুল।

সাংবাদিকদের তিনি বলেন, সংলাপে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বাংলাদেশের প্রতি ভারতের অর্থনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্যবাদ, অভ্যন্তরীণ ও রাজনৈতিক বিষয়ে নাক গলানোর চেষ্টার নিন্দা জানান। পাশাপাশি ভারতকে বাংলাদেশের সঙ্গে মর্যাদাশীল ও সৎ প্রতিবেশীসুলভ আচরণের আহ্বান জানিয়েছেন তারা।
 
আইন উপদেষ্টা বলেন, ভারতের বাংলাদেশবিরোধী প্রচারণা ও সাম্প্রদায়িক উসকানি মোকাবিলায় সব সম্প্রদায়ের মানুষের ঐক্যবদ্ধ অবস্থার প্রশংসা করেছেন রাজনৈতিক নেতারা। এমন পরিস্থিতিতে সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার পাশাপাশি ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানানো হয়।  

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় যমুনায় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তখন থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চলছে।

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নির্যাতনসহ বেশ কিছু ভিত্তিহীন অভিযোগ নিয়ে ভারতের গণমাধ্যমগুলো মিথ্যা ও অতিরঞ্জিত খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশ বিষয়গুলো নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে। এরমধ্যে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করলে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ আরও বেড়ে যায়। তার জামিন নামঞ্জুর হওয়ায় ‘চিন্ময়ের অনুসারীরা’ সাইফুল ইসলাম নামে এক আইনজীবী পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।

এ ঘটনার রেশ না কাটতেই ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হিন্দুত্ববাদী একটি সংগঠনের হামলা হয়, যাকে ‘পূর্বপরিকল্পিত’ হিসেবে বর্ণনা করে ‘ক্ষুব্ধ প্রতিক্রিয়া’ জানিয়েছে বাংলাদেশ। এসব পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিতে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা।


সর্বশেষ সংবাদ