হিন্দু রাষ্ট্র নেপালে ভারতবিরোধী পরিস্থিতি তৈরি হলো কেন—প্রশ্ন সাংবাদিক মিজানুর রহমান খানের

সাংবাদিক মিজানুর রহমান খান
সাংবাদিক মিজানুর রহমান খান  © সংগৃহীত

বিভিন্ন দিক থেকে প্রতিবেশী রাষ্ট্র ভারতের আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই সোচ্চার বাংলাদেশের অধিকাংশ মানুষ। সীমান্তে হত্যা, পানির অন্যায্য বণ্টন, অর্থনৈতিক ও সাংস্কৃতিক আগ্রাসন ইত্যাদি কারণে ভারতবিরোধী অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে। অনেকে বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম হওয়ার ফলে তারা হিন্দু প্রধান রাষ্ট্র ভারতের বিরোধিতা করছেন। এ ধারণাকে ভুল ও ভ্রান্ত হিসেবে অবহিত করেছেন সাংবাদিক ও লেখক মিজানুর রহমান খান। 

ভারতের আগরতলায় বাংলাদেশ উপহাইকমিশনে হামলার প্রতিবাদ জানিয়ে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন সাংবাদিক ও লেখক মিজানুর রহমান খান। তার ওই পোস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

প্রশ্নের সুরে সাংবাদিক ও লেখক মিজানুর রহমান খান লিখেছেন, ‘কেউ কেউ মনে করেন, বাংলাদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা কারণে ভারতবিরোধী মনোভাব তৈরি হয়েছে। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। যদি তাই হবে, তাহলে হিন্দু রাষ্ট্র নেপালে ভারতবিরোধী পরিস্থিতি তৈরি হলো কেন?’

মিজানুর রহমান খান দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। কাজ করেছেন সাপ্তাহিক বিচিত্রা, দ্য ডেইলি স্টার, বিবিসি ইত্যাদি গণমাধ্যমে। তিনি ওই পোস্টে আরও লিখেছেন, ‘বাংলাদেশে শেখ হাসিনা সরকার উৎখাত ভারতের জন্য একটি বড় ধরনের রাজনৈতিক পরাজয়। এর মধ্য দিয়ে অর্ধশ তাব্দীকাল ধরে দেশটি ধীরে ধীরে বাংলাদেশের ওপর যে আধিপত্য বিস্তার করেছিল, সেটা এক লহমায় উড়ে গেছে। এরকম পরিস্থিতি যে কখনও তৈরি হতে পারে, সেটা দিল্লি কখনও চিন্তাও করতে পারেনি। দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে একের পর এক ধাক্কা খাওয়ার পর বাংলাদেশেও দেশটি যেভাবে পরাজিত হলো, সেটা তারা কিছুতেই মেনে নিতে পারছে না।’

মিজানুর রহমান খান আরও লিখেছেন, ‘মুখে হিন্দু ধর্মের লোকদের ওপর অত্যাচার ও নিপীড়নের কথা বললেও, বিষয়টিকে তারা ধর্মীয় দৃষ্টিকোন থেকে দেখছে না। তারা দেখছে রাজনৈতিক বিবেচনায়। ধর্মীয় দৃষ্টি থেকে দেখলে ভারত সরকার নিজেদের দেশে মুসলিমদের ওপর অত্যাচারের বিষয়ে নজর দিতো। যারা নিজের দেশে অন্য ধর্মের লোকেদের ওপর অত্যাচারকে সমর্থন করে, তারা অন্য দেশে নিজেদের ধর্মকেও সম্মান করে না।’

বাংলাদেশের ওপর ভারত রাজনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রণ হারিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছে বলে অভিমত দেন মিজানুর রহমান খান। তিনি লিখেছেন,  ‘আসলে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রাজনৈতিক  প্রভাব ও নিয়ন্ত্রণ হারিয়ে তারা এখন অস্থির হয়ে গেছে। তাই তারা বাংলাদেশ হাই কমিশনের ওপর হামলা করছে, বাংলাদেশী রোগীদের চিকিৎসা দেওয়া বন্ধ করে দিচ্ছে, এমনকি বাংলাদেশে শান্তিরক্ষী মোতায়েন করারও আহবান জানাচ্ছে।’


সর্বশেষ সংবাদ