তারেক রহমানসহ আসামিদের খালাসে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে: রিজভী

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী  © সংগৃহীত

একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

রিজভী বলেন, ন্যায়বিচার হয়েছে, যা আওয়ামী লীগের আমলে হয়নি। জোর করে রাষ্ট্রশক্তি প্রয়োগ করে তারেক রহমানসহ অন্যদের সাজা দিতে চেয়েছিল আওয়ামী লীগ।

ভারত প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনার পতন হজম করতে পারছে না ভারত সরকার। দেশটি বাংলাদেশকে দখল করে নেওয়ার চেষ্টা করছে, তাহলে তাদের সেভেন সিস্টার নিরাপদ থাকবে। ভারত সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে, বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে খারাপ করতে দেশটি উঠে পড়ে লেগেছে।

আরও পড়ুন: কলকাতার পথেই হাঁটল ত্রিপুরা, বাংলাদেশিদের চিকিৎসা করবে না বলে ঘোষণা

রিজভী বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের, বিএনপির নয়। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বিএনপি প্রতিবন্ধকতা তৈরি করছে- এটি সঠিক নয়।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ