সস্ত্রীক মির্জা ফখরুল লন্ডন যাচ্ছেন শনিবার

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম  © সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএন‌পি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (৩০ নভেম্বর) ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে রওনা হবেন। সঙ্গে যাবেন মির্জা ফখরুলের সহধর্মিণী রাহাত আরা বেগম। ইতিমধ্যে তাদের স্বাগত জানা‌তে যুক্তরাজ্য বিএন‌পির উদ্যোগে প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

জানা গেছে, মির্জা ফখরুল রাজনৈতিক ও দলীয় কাজে লন্ডন যাচ্ছেন এবং এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা হবে বলে জানা গেছে।  সেখানে ১০ দিন থাকার পর ১১ ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে তাদের।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব ও তার সহধর্মিণীর লন্ডন যাওয়ার কথা রয়েছে। মূলত মহাসচিবের স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন।

সূত্র জানিয়েছে, ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ শাসনের পতনের পর বিএনপি অন্তর্বর্তী সরকারকে পুরোপুরি সমর্থন দিচ্ছে। সরকারের সংস্কারের উদ্যোগেও সহযোগিতা করছে দলটি। তবে অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পার হলেও তারা নির্বাচনের ব্যাপারে কোনো রোডম্যাপ দেয়নি। এ নিয়ে বিএনপির ভেতরে নানা আলোচনা রয়েছে। কারণ, দলটি শুধু নির্বাচনব্যবস্থা-সম্পর্কিত সংস্কার শেষ করেই দ্রুত ভোট চাইছে।

নির্বাচনের জন্য দলগতভাবে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। একই সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনের বিরুদ্ধে আন্দোলনে যেসব দল ও জোট তাদের সঙ্গে ছিল, সেই মিত্রদেরও নির্বাচনে পাশে রাখতে চায় দলটি। এ ছাড়া জামায়াতসহ ইসলামি দলগুলোর অবস্থান কী হয়, এর ওপর নজর রেখেছে তারা।

এমন এক পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল লন্ডন যাচ্ছেন। বিএনপির সূত্রগুলো বলছে, এই সফরে লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের দেখা হবে।

মির্জা ফখরুল দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যেতে পারেন ১৩ ডিসেম্বর। সে জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ