ইসলামী জলসা আয়োজন নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
- পাবনা প্রতিনিধি
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ০৩:৫৫ PM
ইসলামী জলসা আয়োজন নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে জালাল উদ্দিন (৪০) নামে এক কর্মী নিহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) পাবনার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বেতেপাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জালাল হেমায়েতপুর ইউনিয়নের কাজীপাড়ার বাসিন্দা, শকর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য মুন্তাজ আলীর সাথে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাতে ইসলামী জলসা আয়োজনকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, যা পরবর্তীতে শনিবার সকালে সংঘর্ষে রূপ নেয়। এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে গুরুতর আহত জালাল উদ্দিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জালাল আবুল হাসেমের অনুসারী ছিলেন।
পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার জানান, তিনি এ ঘটনার বিষয়ে কিছু জানেন না এবং বিস্তারিত জানার চেষ্টা করছেন।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, সংঘর্ষের খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।