আদালতে সোলায়মান  সেলিমের ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে প্রেরণ

সোলায়মান সেলিম
সোলায়মান সেলিম  © সংগৃহীত

আওয়ামী লীগের আলোচিত নেতা সাবেক এমপি হাজী সেলিমের পুত্র সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম। বুধবার রাতে গ্রেপ্তারের পর বৃহষ্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতে তোলা হয়।  এ সময় আদালতে চিৎকার দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন ঢাকা-৭ আসনের এই সাবেক এমপি। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

ঢাকার চকবাজার থানায় দায়ের করা হত্যা মামলায় বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, সোলাইমান সেলিম একাধিক হত্যা মামলার আসামি। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। 

বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সোলায়মান সেলিমকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার মডেল থানার পরিদর্শক মো. আবুল খায়ের। তবে আদালতে মূল নথি না থাকায় রিমান্ড শুনানি পরে অনুষ্ঠিত হবে মর্মে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদের আদালত।

সোলায়মান সেলিমের বাবা হাজী সেলিমও বর্তমানে কারাগারে রয়েছেন।


সর্বশেষ সংবাদ