গুলিস্তান জিরো পয়েন্টে তিন কলেজের শিক্ষার্থীদের দাওয়াত দিলেন হাসনাত

হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহ  © সংগৃহীত

রবিবার (১০ নভেম্বর) রাজধানীর গুলিস্তানের জিরোপয়েন্টে গণজমায়েতের ডাক দিয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন। তবে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের এই গণজমায়েত রুখে দিতে পতিত স্বৈরাচার আওয়ামিলীগের বিচারের দাবীতে পাল্টা গণজমায়েতের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

এবার সেই গণজমায়েতে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের অংশ নেয়ার দাওয়াত দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। নিজের ভেরিফায়েড  ফেসবুক পেজে হাসনাত লেখেন, ‘ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের ছোটভাইদের আগামীকাল গুলিস্তান জিরো পয়েন্টে দাওয়াত। আপা দমনের উপলক্ষ তোদের ছাড়া জমবে না।’

এদিকে আওয়ামী লীগের আগামীকাল রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে কর্মসূচি প্রতিরোধ করতে রাতেই সেখানে সমাবেত হয়েছে ছাত্র-জনতা। এইদিকে আগামীকাল রবিবার (১০ নভেম্বর) সেখানে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ জন্য বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সে কর্মসূচি রুখে দিতে রাত থেকেই জিরো পয়েন্টে জড়ো হচ্ছে শত শত ছাত্র-জনতা।


সর্বশেষ সংবাদ