ইউনূস বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট: জয়

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও সজীব ওয়াজেদ জয়
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও সজীব ওয়াজেদ জয়  © ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সবচেয়ে বড় ফ্যাসিস্ট বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে জয় লিখেছেন, অনির্বাচিত ও অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করা ইউনূস বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কারও কথায় নিষিদ্ধ হয়ে যাবে না।

আরো পড়ুন: পুতুলের মাধ্যমে নয়, ডব্লিউএইচওর সঙ্গে সরাসরি কাজ করতে চায় বাংলাদেশ

এর আগে এক পোস্টে তিনি গণমাধ্যম নিয়ে দেওয়া এক পোস্টে লেখেন, মিডিয়ার স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশে ইউনূস শাসন আগের সামরিক স্বৈরশাসকের চেয়ে ভালো কিছু নয়।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!