সবার আগে দরকার নির্বাচনী সংস্কার: মির্জা ফখরুল

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর  © সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন খুব জটিল সময় যাচ্ছে, দেশ নিয়ে চক্রান্ত শেষ হয়নি। পরিবর্তন-সংস্কার সঠিকভাবে না হলে রাষ্ট্রকে টিকিয়ে রাখা যাবে না। সব সংস্কারের আগে নির্বাচন পদ্ধতি সংস্কার করা প্রয়োজন। 

আজ বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন তিনি। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে যোগ দেন বিএনপি, জামায়াতে ইসলামীসহ সমমনা বিভিন্ন দলের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, রাজনৈতিক সংগ্রাম কখনো শেষ হয় না, জনগণের অধিকার আদায়ে তারা সব সময় আন্দোলনে থাকে। আবেগের বশে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হয় না। 

আরও পড়ুন: নির্বাচিত সরকারই ঠিক করবে কী সংস্কার হবে: মির্জা ফখরুল

সুষ্ঠু নির্বাচনে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অন্য সংস্কারের আগে দরকার নির্বাচনী সংস্কার।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আওয়ামী লীগ দেশটাকে এমনভাবে নষ্ট করেছে যে, রাতারাতি পরিবর্তন সম্ভব নয়। তাই অন্যপথে না হেঁটে অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence