এবার শিক্ষা ক্যাডার ছেড়ে অন্যত্র যোগ দিলেন ৩ কর্মকর্তা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০২:১৯ PM , আপডেট: ০৩ অক্টোবর ২০২৪, ০২:১৯ PM
শিক্ষা ক্যাডার ছেড়ে এবার কৃষি, তথ্য ও কর ক্যাডারে যোগ দিয়েছেন তিন কর্মকর্তা। তারা হলেন রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের প্রভাষক মো. মোস্তফা আলী হাসান, নাটোরের সিংড়ার গোল-ই-আফরোজ সরকারি কলেজের প্রভাষক মো. নাজিম উদ্দিন এবং নোয়াখালীর সেনবাগ সরকারি কলেজের প্রভাষক মো. শরীফুল ইসলাম।
গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে দুই দফায় ১২ জন কর্মকর্তা শিক্ষা ক্যাডার ছেড়ে অন্য ক্যাডারে যোগ দেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরি আইনের ধারা অনুযায়ী বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার থেকে স্বেচ্ছায় ইস্তফা গ্রহণ করা হলো।
আরও পড়ুন: জাল সনদধারী ৬৭৭ জনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চায় মাউশি
এর আগে গত ২৩ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানা গেছে, শিক্ষা ক্যাডারের ৯ কর্মকর্তা চাকরি ছেড়ে প্রশাসন ক্যাডার, নিরীক্ষা ও হিসাব ক্যাডার, বন ক্যাডার, কর ক্যাডার এবং শুল্ক ও আবগারি ক্যাডারে যোগ দিয়েছেন।
তারও আগে ১৮ সেপ্টেম্বর জানা গেছে, চাকরি ছেড়ে প্রশাসন ক্যাডার ও পুলিশ ক্যাডারে যোগ দেন শিক্ষা ক্যাডারের তিন কর্মকর্তা। এ নিয়ে ১৫ কর্মকর্তা শিক্ষা ক্যাডার ছেড়ে অন্য ক্যাডারে যোগ দিলেন।