খাটের নিচ থেকে তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার, আটক সৎমা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৪ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
বাগেরহাটের চিতলমারীতে বসতঘরের খাটের নিচ থেকে খাদিজা আক্তার নামের তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ নিহতের সৎমা আয়শা খাতুনকে (২৩) আটক করা হয়েছে। বুধবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার চরডাকাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খাদিজার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আয়শাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এলাকাবাসী জানান, নিহত খাদিজা চরবানিয়ারী ইউনিয়নের চরডাকাতিয়া গ্রামের তুহিন শেখের মেয়ে। খাদিজার মা দেড় বছর আগে অন্য একজনকে বিয়ে করেন। আর গত মাসে আয়শা খাতুনকে তার বাবা তুহিন শেখ বিয়ে করেন। বিয়ের এক মাসের মাথায় খাদিজার মরদেহ উদ্ধার করল পুলিশ।