নতুন শপথ নেয়া দুই উপদেষ্টা মন্ত্রণালয় পেলেন

রবিবার শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা দপ্তর পেয়েছেন। এর মধ্যে সুপ্রদীপ চাকমাকে দেওয়া হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় আর ডা. বিধান রঞ্জন রায় পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। রবিবার (১১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। 

এর আগে রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন এই দুই উপদেষ্টা। উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া ফারুক ই আজম দেশে না থাকায় তিনি শপথ নিতে পারেননি। 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত বৃহস্পতিবার রাতে শপথ নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথ পাঠ করান। পরে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১৩ উপদেষ্টা। নতুন দুইজন শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টার সংখ্যা হলো ১৬ জন। 

সুপ্রিয় চাকমা সাবেক রাষ্ট্রদূত আর ডা. বিধান রঞ্জন রায় ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক। 

গত ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। 


সর্বশেষ সংবাদ