প্রধান বিচারপতির বাসভবন সুরক্ষায় পাহারা দিলো ছাত্রদলের নেতাকর্মীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৫:০৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৪, ০৫:০৭ PM
রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের বাসভবন সুরক্ষায় দিনব্যাপী পাহারা দিলো ছাত্রদলের নেতা-কর্মীরা। বুধবার (০৭ আগস্ট) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায়ের নেতৃত্বে পাহারা দেয় দলের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পাশাপাশি পাহারার কাজে যোগ দেয় দলটির রাজধানীর বিভিন্ন শাখার নেতাকর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, আমরা দেশ ও জাতির সম্পদ রক্ষার কাজে নিযুক্ত রয়েছি। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে আসরা সেই চেষ্টা করছি। আপনারা জানেন, ইতোমধ্যে প্রধান বিচারপতির বাড়িতে হামলা ও লুটপাট হয়েছে। দলের হাই কমান্ডের নির্দেশে আমরা গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সম্পদ রক্ষার কাজে রয়েছি। সারাদেশের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের কমিটি গঠন করা হয়েছে, যারা নিজেদের সর্বোচ্চ দিয়ে নিরাপত্তা নিশ্চিতের কাজ করবে।
এর আগে প্রধান বিচারপতির বাসভবন ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের আবাসিক ভবন জাজেজ কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত সোমবার (৫ আগস্ট) ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর বিকালে এ ঘটনা ঘটে।
প্রধান বিচারপতির বাসভবন রাজধানীর ১৯ হেয়ার রোডে। আর জাজেজ কমপ্লেক্সের অবস্থান প্রধান বিচারপতির বাস ভবনের ঠিক উল্টোদিকে, কাকরাইলে।