খুলনায় শেখ হেলাল ও তন্ময়ের, মেয়রের বাড়িতে হামলা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০১:০৭ AM , আপডেট: ০৫ আগস্ট ২০২৪, ০১:০৭ AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচি চলাকালে খুলনায় আওয়ামী লীগের দুই সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন ও ভাঙচুর করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন ও শেখ সালাহউদ্দীন জুয়েলের বাড়ি। হেলাল উদ্দিন বাগেরহাট-১ ও সালাহউদ্দীন জুয়েল খুলনা-২ আসনের সংসদ সদস্য। বাড়িটি খুলনার মানুষের কাছে ‘শেখ বাড়ি’ নামে পরিচিত।
রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনায় এসব ঘটনা ঘটে। এ ছাড়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়, খুলনা প্রেস ক্লাব ও জেলা পরিষদে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একটি বিক্ষোভ মিছিল থেকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ দুপুরে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে নগরের শেরেবাংলা রোডে শেখ বাড়ির সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় ওই বাড়ির সামনে কোনো পুলিশ বা নেতা–কর্মী ছিলেন না। একপর্যায়ে তাঁরা গেট ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। হামলাকারীরা ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয় বাসিন্দারা এলেও আগুন নিয়ন্ত্রণের আগেই সব পুড়ে যায়।
বেলা পৌনে তিনটার দিকে আগুন নিভে গেলে বেশ কয়েকজন পুলিশ ও এপিবিএনের সদস্যরা বাড়িতে আসেন। পরে যুবলীগের কয়েকজন নেতা–কর্মী বিক্ষোভ মিছিল নিয়ে বাড়ির সামনে যান। কিছুক্ষণ পর তাঁরা সেখান থেকে চলে যান। বেলা সাড়ে তিনটার দিকে ওই বাড়িতে আরেক দফা হামলার ঘটনা ঘটে।
খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক জানান, তার বাড়িতে ২ দফায় হামলা হয়েছে এবং সংসদ সদস্য শেখ হেলালের বাড়িতে ২ দফায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা।