ব্রডব্যান্ড ইন্টারনেট কি চালু থাকবে?

ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে?
ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে?  © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাত দিনের মাথায় আবারও মোবাইল ফোনে ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে। রবিবার দুপুর ১ টার দিকে সরকারি একটি সংস্থার নির্দেশে এ সেবা বন্ধ করা হয়।

মোবাইলে ইন্টারনেট বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে কি না জানিয়েছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক।

রবিবার (৪ আগস্ট) এমদাদুল হক গণমাধ্যমকে বলেন, ‘আমাদের কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার জন্য এখনো কোনো নির্দেশনা আসেনি। আর তাই মোবাইল ইন্টারনেট বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে। তবে সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ থাকতে পারে। আমাদের দিক থেকে বলতে পারি, ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হবে না।’

মোবাইল ডাটা বন্ধ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ হয়ে গেছে। অনেক ব্যবহারকারী এ তথ্য জানালেও এ নিয়ে এখনও কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মোবাইল ফোনের ডেটা ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ঢোকা যাচ্ছে না। এতে মোবাবাইল ইন্টারনেট ব্যবহারে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।


সর্বশেষ সংবাদ