লালমোহনে বিদ্যুস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

শাখাওয়াত হোসেন
শাখাওয়াত হোসেন  © সংগৃহীত

ভোলার লালমোহনে টিভিতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শাখাওয়াত হোসেন নামে ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাডা বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থী শাখাওয়াত ওই বাড়ির মো. সিরাজের ছেলে পৌর ছাত্রলীগ নেতা এবং লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার আলিম প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, ঘরে থাকা টিভিতে বিদ্যুৎ সংযোগ দিতে যান শাখাওয়াত। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ