ভাড়া বাড়ছে মৈত্রী, মিতালী ও বন্ধন এক্সপ্রেসের, কার্যকর ১৫ জুন থেকে

ভাড়া বাড়ছে মৈত্রী, মিতালী ও বন্ধন এক্সপ্রেসের
ভাড়া বাড়ছে মৈত্রী, মিতালী ও বন্ধন এক্সপ্রেসের  © সংগৃহীত

এবার ট্রেনে করে ভারত যেতে গুনতে হবে বাড়তি খরচ। ফের ভাড়া বাড়তে চলেছে বাংলাদেশ থেকে কলকাতার ট্রেনের। ১৫ জুন থেকে মৈত্রী, মিতালী ও বন্ধন এক্সপ্রেসের ভাড়া সর্বনিম্ন ৭০ টাকা থেকে সর্বোচ্চ ৩০৫ টাকা পর্যন্ত বাড়বে। ডলারের মূল্যবৃদ্ধির কারণে আন্তঃদেশীয় ৩টি ট্রেন মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালী এক্সপ্রেসের ভাড়া বাড়াচ্ছে বাংলাদেশ রেলওয়ে। 

বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (ইন্টারচেঞ্জ) মিহরাবুর রশিদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় ট্রেনের টিকিটের মূল্য সমন্বয় করা হলো। এর আগে সর্বশেষ গত বছরের ১০ অক্টোবর আন্তঃদেশীয় ট্রেনের ভাড়া বৃদ্ধি করেছিল রেলওয়ে।

ঢাকা-কলকাতার মধ্যে চলাচল করা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের এসি সিটের বর্তমান ভাড়া ৪ হাজার ৯০০ টাকা। ১৫ জুন থেকে এসি সিটের জন্য ৫ হাজার ১১০ টাকা ভাড়া আদায় করবে রেলওয়ে। একইভাবে ১৪০ টাকা বাড়িয়ে এসি চেয়ার আসনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৪০ টাকা।

ঢাকা-কলকাতার মধ্যে চলাচল করা আরেকটি ট্রেন বন্ধন এক্সপ্রেসে বর্তমানে এসি সিটে ২ হাজার ৯৫০ টাকা ভাড়া আদায় করা হয়, যা ১৫ জুন থেকে ৩ হাজার ৫৫ টাকায় উন্নীত হবে। ৭০ টাকা বাড়িয়ে এসি চেয়ারের ভাড়া ২ হাজার ৩৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: ৮ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা আজ

ঢাকা-শিলিগুড়ির মধ্যে চলাচল করা মিতালী এক্সপ্রেস ট্রেনে এসি বার্থ আসনের বর্তমান ভাড়া ৬ হাজার ৭২০ টাকা, যা বাড়িয়ে ৭ হাজার ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২৩০ টাকা বাড়িয়ে এসি সিটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫২০ টাকা। আর ১৫৫ টাকা বাড়িয়ে এসি চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১৫ টাকা।

২০০৮ সালের ১৪ এপ্রিল মৈত্রী এক্সপ্রেস, ২০১৭ সালের ১৬ নভেম্বর বন্ধন এক্সপ্রেস ও ২০২১ সালের ২৬ মার্চ মিতালি এক্সপ্রেস ট্রেন চালু হয়।

 

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence