জাফলং-রাতারগুল বন্ধ ঘোষণা

  © সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বর্ষণ, বৃষ্টিপাত ও পাহাড় থেকে নেমে আসা ঢলে বন্যার কবলে পড়েছে সিলেটের পাঁচ উপজেলা। এতে বন্যার পানিতে তলিয়ে গেছে পর্যটন কেন্দ্রগুলো। 

ফলে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এসব উপজেলার পর্যটন কেন্দ্রগুলোকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে প্রশাসন। 

বন্ধ রাখা পর্যটনকেন্দ্রগুলো হলো, সাদাপাথর, জাফলং, বিছানাকান্দি, রাতারগুল, পান্থুমাই ও শ্রীপুর।বৃহস্পতিবার (৩০ মে) পৃথক নোটিশে এসব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। 

কোম্পানিগঞ্জ উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় এবং পর্যটন কেন্দ্রসমূহ পানিতে নিমজ্জিত হওয়ায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাদাপাথর পর্যটনঘাটসহ সকল পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হলো। ‘

একই দিনে গোয়াইনঘাট উপজেলার জাফলং, শ্রীপুর, বিছানাকান্দি, সোয়াম ফরেস্ট রাতারগুল, পান্থুমাইসহ উপজেলার পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন।

বন্যার কারণে এসব পর্যটনকেন্দ্রে যাওয়া এমনিতেই সম্ভব নয়। এটা ইতোমধ্যে সবাই জেনে গেছেন। তারপরও পাহাড়ি ঢল ও নদীর পানি বাড়ার কারণে এসব পর্যটনকেন্দ্র ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় আনুষ্ঠানিকভাবে তা বন্ধ ঘোষণা করেছি।’

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন এরকম সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দুপুরেই সাদাপাথর পর্যটন কেন্দ্র বন্ধ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।’
 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence