ভোটের আগের দিন পুলিশের দুই ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির

স্বপন রায় ও আশরাফুল আলম
স্বপন রায় ও আশরাফুল আলম  © ফাইল ফটো

৬ষ্ঠ ধাপে উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে ভোটের আগের দিন বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি স্বপন রায় ও ফকিরহাট থানার ওসি আশরাফুল আলমকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২০ মে) ইসির উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এমন এক নির্দেশনা দেওয়া হয়। আগামীকাল ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে যে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বাগেরহাট জেলার ফকিরহাট মডেল থানার ওসি আশরাফুল আলম ও বাগেরহাট জেলার ডিবির ওসি স্বপন রায়কে খুলনা রেঞ্জের ডিআইজির কার্যালয়ে নির্বাচনের সময় পর্যন্ত সংযুক্ত করে উক্ত  স্থানে অন্য কর্মকর্তাকে ফকিরহাট মডেল থানার ওসি ও ডিবির ওসির দায়িত্ব প্রদানের জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

নির্দেশনায় বলা হয়েছে, উল্লিখিত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।


সর্বশেষ সংবাদ