স্বাধীনতা ঘোষণার পাঠক ঘোষক হতে পারে না: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  © সংগৃহীত

স্বাধীনতা ঘোষণার পাঠক কখনো ঘোষক হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আবুল কাশেম, এম এ হান্নানসহ অনেকে ঘোষণা পাঠ করেছেন। জেনারেল জিয়াও বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা পাঠ করেছিলেন। প্রশ্ন হচ্ছে, কে ঘোষক? এ বিতর্কের অবসান হবে তখনই, যখন সত্যের অনুসন্ধান করতে যাব।

আজ মঙ্গলবার (২৬ মার্চ) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক হয়। এত বছর পরও তা চলছে। ঘোষণার পাঠক কখনো ঘোষক হতে পারে না।

আরো পড়ুন: স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-ভুটানের রাজার শ্রদ্ধা

মন্ত্রী বলেন, ১৯৭০ সালের নির্বাচনের মধ্য দিয়ে স্বাধীনতা ঘোষণার ম্যান্ডেট জনগণের পক্ষে একমাত্র বঙ্গবন্ধুই পেয়েছিলেন। আর কারও বৈধ অধিকার নেই স্বাধীনতার ঘোষক হাওয়ার।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারত বিরোধীতা আগেও হয়েছে, এখনও হচ্ছে। এ বিরোধীতা পাকিস্তান আমল থেকেই হচ্ছে। যখন কোনো ইস্যু থাকে না, তখনই ভারত বিরোধিতা ইস্যু সামনে আসে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence